Pages

কোন ডোমেইন নামটি আপনার কেনা উচিত ?

একটি ওয়েবসাইট শুরু করার জন্য প্রথমেই গুরুত্বপূর্ণ কাজটি হল ডোমেইন নাম পছন্দ করা ।কারণ এসইও(SEO) এর ক্ষেত্রে ডোমেইন নামের প্রভাব রয়েছে । চলুন দেখে নেই ভাল ডোমেইন নাম কোনটি ও এসইও(SEO) এর সাথে এটি কিভাবে সম্পর্কিত ।  

ডোমেইনের নাম নির্বাচনের জন্য কোন বিষয় গুলো দেখতে হবে:

* সাইটের টপিকের সাথে মিলিয়ে রাখুন যাতে ভিসিটর সহজেই ডোমেইন নাম দেখে সাইট সম্পর্কে ধারনা করতে পারে ।
* ডোমেইন নামের বানান যেন ভুল না হয় ।
* টপ লেভেল ডোমেইন (TLD) নিতে চেষ্টা করুন । .com হলে ভাল হয় । না হলে .net , .org নিতে চেষ্টা করুন ।
* সহজে মনে রাখা যায় এমন শব্দ ব্যবহার করুন
* ছোট ডোমেইন নাম বড় নামের চেয়ে ভাল, ডোমেইন নাম ১৫ ক্যারেক্টারস এর বেশি হলে পরিহার করা উচিত,যতটুকু সম্ভব ছোট রাখুন । তাহলে মনে রাখতে,শেয়ার করতে সহজ হবে ।এতে বানান ভুলের সম্ভবনাও কম থাকে ।
* ইউনিক ডোমেইন নাম নেওয়া ভাল
* ইচ্ছে করলে ব্র্যান্ড ফোকাস করেও ডোমেইন নাম নেয়া যায় ।তবে কিওয়ার্ড ফোকাস করে নেয়াই ভাল ।

ডোমেইনের নামে কিওয়ার্ডের উপস্থিতির প্রভাব :

* পূর্বের ন্যায় র‍্যাঙ্কিংয়ে তেমন সাহায্য না করলেও এখনো যে ডোমেইন গুলোর প্রথমেই কিওয়ার্ড আছে তারা র‍্যাঙ্কিংয়ে কিছুটা সুবিধা পায়।
* এক্সপার্টরা অনেকে মনে করেন ,যে সমস্ত ডোমেইন এর প্রথম ওয়ার্ডটি কিওয়ার্ড সেটি মাঝখানে বা একেবারে কিওয়ার্ড নেই এমন ডোমেইন হতে র‍্যাঙ্কিংয়ে ভাল করে ।
* কিওয়ার্ড সাব ডোমেইনে থাকলে তা র‍্যাঙ্কিংয়ে সাহায্য করে ।

কোন ধরনের ডোমেইন নাম বাদ দেয়া উচিতঃ

* হাইপেন ও নাম্বার যুক্ত ডোমেইন নাম বর্জন করুন হাইপেন ব্যবহার করতে হলে সর্বাধিক দুটি ব্যাবহার করুন এর বেশি নয় ।
* কখনোই নিম্ন মানের .info, .cc, .tk, .ws এ ধরনের ডোমেইন নেবেন না।কারণ গুগল খুব কমই এই ধরনের ডোমেইন গুলো সার্চ ফলাফলে র‍্যঙ্ক করায়।

ডোমেইন নেম পরির্বতন করলে কি ধরনের এস ই ও(SEO) স্টেপ নিতে হয়ঃ

ডোমেইন নেম পরির্বতন করলে কিছু বিষয় বিবেচনা করতে হয় ।এ ক্ষেত্রে রিডিরেক্ট করাটা গুরুত্বপূর্ণ এবং পেজ টো পেজ রিডিরেক্ট করলেই ভাল হয় ।