![Python logo (tanvirmahmudemon.blogspot.com)](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwdK2BXHYMWT5WYmSlZrHGJnBwsauBdjg_ED5hrCj6rHwPPBXGbhaOVbv1y4CZrRfNTrf87nW0bdFf6e9YWZMqYohpkiHMDL7yhtDLSDzu6kccTwkKIkv8XWN-Tv7UMHlE7zg2n3q63N2H/s400/1.jpg)
১। পাইথন কি ?
পাইথন একটি interpreted, interactive, object-oriented programming language.
২। পাইথন কে তৈরি করেছেন ?
পাইথন তৈরি করেছেন Guido van Rossum
৩। পাইথন কি কি কাজে ব্যবহার করা যায় ?
ডেস্কটপ এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন এর কাজে পাইথন ব্যবহার করা যায় । মোবাইল এপ্লিকেশনও ডেভেলপ করা যায় পাইথন দিয়ে ।
৪। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবগুলোতেই কি পাইথন ব্যবহার করা যায় ?
হ্যা, সবগুলোতেই ব্যবহার করা যায় । কিন্তু ভাল ডেভেলপমেন্ট অভিজ্ঞতার জন্য লিনাক্স/ম্যাক ব্যবহার করা উচিৎ।
৫। পাইথন ইন্সটল করব কিভাবে ?
Linux এবং Mac এ আগে থেকেই পাইথন ইন্সটল করা থাকে । আর Windows এর জন্য পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সাধারণ সফটওয়্যার এর মত ইন্সটল করতে হবে ।
৬। পাইথনের কোন ভারশনটি ব্যবহার করব ?
3.5 ভারশনটি দিয়ে শুরু করা উচিত ।
৭। পাইথন শেখার ভাল কোন বই এর নাম জানতে চাই ?
Automate the Boring Stuff with Python নতুনদের পাইথন শেখার জন্য ভাল একটি বই । বইটি অনলাইনে ফ্রী পড়া যায় ।
৮। পাইথনের বাংলা কোন ভিডিও টিউটোরিয়াল আছে ?
শিক্ষক.কম ওয়েবসাইটে পাইথনের বাংলা ভিডিও টিউটোরিয়াল(কোর্স) রয়েছে ।
৯। পাইথন শেখার কোন বাংলা ওয়েবসাইট আছে ?
http://hukush-pakush.appspot.com/ এই বাংলা ওয়েবসাইটটি থেকে নতুনরা পাইথন শিখতে পারেন ।
১০। পাইথন নিয়ে বাংলাদেশি কোন ফেসবুক গ্রুপ আছে ?
PyCharmers নামে পাইথন নিয়ে একটি বাংলাদেশি ফেসবুক গ্রুপ আছে ।
No comments:
Post a Comment