Pages

যে কোন বিষয় শেখার সহজ এবং কার্যকর উপায়

১.
-কেন শিখতে চাই ?
-শিখলে আমাদের কি লাভ হবে ?
-এটা শিখে আমি কি করবো ?
এবং বিষয়টি শেখার জন্য যে ব্যাসিক ফাউন্ডেশন দরকার সেটা আমার আছে কিনা ?
প্রথমেই এই ৩ টি  প্রশ্নের উত্তর জেনে নেয়া।

২. নিজের সামর্থ অনুসারে শিখা, ব্রেইনকে সামর্থ্যের অতিরিক্ত লোড না দেয়া।
৩. শিখার ধারাবাহিকতা বজায় রাখা।
৪. অর্জিত জ্ঞানের প্রয়োগ করা, যে বিষয়টি শিখেছি তা ব্যবহার করে কিছু বানানোর চেষ্টা করা ছোট হোক বা বড় ।
৫. একই বিষয় শিখছে বা করছে এমন মানুষদের সাথে যুক্ত হওয়া, অনলাইনে বা অফলাইনে। তাদের প্রশ্নের উত্তর দেয়া, অন্যদের ঐ বিষয়ে সাহায্য করা।
৬. মনোযোগ বিনষ্টকারী বিষয়গুলো থেকে দূরে থাকা। যেমন: ফেইসবুক, ইউটিউব ইত্যাদি।
৭. শেখার ক্ষেত্রে ফোকাস থাকা, যেটা দরকার সেটা শেখা, সব একসাথে শেখার চেষ্টা না করা।

অন্যদেরকে প্রশ্ন করা, তাদের প্রশ্নের উত্তর দেয়া।
অন্যদের কাজ দেখা, নিজেকে উৎসাহ দেয়া।

অবশ্যই কাজটি হাতে কলমে করতে হবে, হাতে কলমে কাজ না করে ভালোভাবে কাজ শেখা যায় না।

* তথ্যসুত্র: